nDicia দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে

ndicia24

অক্টো ৭, ২০২১ | সমসাময়িক

Ended soon

বাংলাদেশের আর্থ-সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান করে দেশকে বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরণের বেসরকারী উদ্যোগ খুবই প্রয়োজন। বিশেষ করে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে গৃহীত কাজগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব জনাব মোঃ আব্দুস সামাদ গত ২৭ সেপ্টেম্বর, ২০২১ ইং তারিখে এসোসিয়েটস ফর ইনোভেটিভ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (এআইআরডি) লিঃ এর উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগ nDicia এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি উক্ত উদ্যোগকে একটি অগ্রগামী চিন্তা হিসাবে সাধুবাদ জানিয়ে উক্ত পোর্টালটি দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

“উন্নয়ন ও উদ্ভাবনের বিশ্লেষণধর্মী প্রয়াস” এই মূলমন্ত্রকে সামনে রেখে nDicia তার কার্যক্রম সকলের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে দেশের স্বনামধন্য ও বিশিষ্ট চিস্তাবিদ, লেখক, তরুণ ও প্রবীন গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও তরুণ উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার সমমনা গুণীজনের উপস্থিতিতে অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তার শুভ যাত্রা শুরু করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন AIRD Ltd.-এর চেয়ারপার্সন ড. সৈয়দ আলী আজহার।

nDicia এর ব্যবস্থাপনা সম্পাদক জনাব আব্দুল হাই চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন nDicia এর প্রকাশক ও AIRD Ltd.এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদ সিদ্দিক। এর পরপরই nDicia এর সম্পাদক জনাব মৃন্ময় মহাজন উক্ত উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে বিস্তারিতভাবে সকলের সামনে তুলে ধরেন। সেই সাথে এর লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সকলের সাথে বিস্তারিত আলোচনা করেন। অতঃপর উপদেষ্টা সম্পাদক জনাব ড. ইসলাম শফিক প্রতিটি কন্টেন্টের সাথে সকলের পরিচয় করিয়ে দেন এবং এই উদ্যোগ কিভাবে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে বলে তাঁরা বিশ্বাস করেন সে বিষয়ে আলোকপাত করেন। এরপরই মুক্ত আলোচনার মাধ্যমে সকলের নিকট থেকে nDicia-কে নিয়ে তাঁদের মতামত এবং প্রত্যাশা জানতে চাওয়া হয় এবং একই সাথে এটিকে কিভাবে সকলের কাছে গ্রহণযোগ্য করা যায় ও কিভাবে সকলের কাছে বক্তব্যসমূহ পৌঁছে দেয়া সম্ভব হবে সে বিষয়ে সকলের সুচিন্তিত মতামত আহ্বান করা হয়।

অংশগ্রহণকারীদের সকলেই AIRD Ltd. এর এই উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগকে সাধুবাদ জানান এবং সময়োপযোগী পদক্ষেপ বলে অভিহিত করেন। তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে এই উন্নয়ন ও উদ্ভাবনী প্লাটফর্মটি দেশের বিভিন্ন উদ্ভাবনী ও গবেষণালব্ধ ফলাফল খুব সহজেই দেশের সাধারণ জনগণের নিকট পৌঁছে দেয়ার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুজজামান এই অনুষ্ঠানের মাধ্যমে AIRD Ltd. এর এই নতুন উন্নয়ন ও উদ্ভাবনী প্লাটফর্মটি সম্পর্কে জানতে পেরে এর উত্তরোত্তর উন্নতির জন্য আশাবাদ ব্যক্ত করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দিন বলেন, nDicia সম্পর্কে জানতে পেরেই তিনি এই উদ্যোগের ব্যাপারে খুবই আনন্দিত হন এবং তার গবেষণা কাজের মাধ্যমে তিনি এই প্লাটফর্ম-এর উন্নয়নে অবদান রাখার যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষভাবে তিনি তুলনামূলক পিছিয়ে থাকা স্বাস্থ্যখাতের উন্নয়নের ব্যাপারে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব আজিজুল ইসলাম শামীম উক্ত উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারী নিয়ম নীতির মধ্যে থেকে পোর্টাল পরিচালনার জন্য আহ্বান জানান। বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ড. গোলাম মোস্তফা গবেষণাধর্মী প্রতিবেদন বেশি বেশি প্রকাশ করার আহ্বান জানিয়ে এ ক্ষেত্রে তাঁর যে কোন ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি সম্পাদনার কাজে সহায়তা করার আগ্রহ ব্যক্ত করেন। বিশিষ্ট ব্যাংকার ও লেখক ড. লিপন মুস্তাফিজ সৃষ্টিশীল এই উদ্যোগটি অবশ্যই তার উদ্দেশ্য পূরণে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একশন এইড, বাংলাদেশের এর ম্যানেজার, লেখক ও গবেষক জনাব মো: শমসের আলী বলেন, এ উদ্যোগটি ব্যাতিক্রমধর্মী উদ্যোগ বলে মনে হচ্ছে। শিল্প দূষণের ফলে দেশের পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তিনি এ ব্যাপারে এই প্লাটফর্মটিকে ভূমিকা রাখার আহবান জানান। তিনি আরও বলেন, সাংগঠনিক ব্যর্থতার কারণে আমাদের দেশের অনেক উদ্যোগ নষ্ট হয়ে যায়। তিনি এ ব্যাপারে কর্তৃপক্ষকে সচেতন থাকার অনুরোধ জানান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তরুণ গবেষক ও উন্নয়নকর্মী জনাব মোহাম্মদ নাঈম হাসান জানান যে, গবেষণার প্রয়োজনীয় অনেক তথ্য ইন্টারনেটে বাংলায় পাওয়া যায় না। সেই অর্থে এটি খুবই সুন্দর উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন এবং তার গবেষণা কাজের মাধ্যমে তিনি nDicia এর উন্নয়নে অবদান রাখার যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশা ব্যক্ত করেন। এছাড়া একজন তরুণ উদ্যোক্তা জনাব আজমিনা তোরা তাঁর বক্তব্যে বলেন, কর্মব্যস্ততার কারণে তিনি দীর্ঘদিন লেখার অভ্যাসের বাইরে চলে গিয়েছিলেন। এই প্লাটফর্মের সাথে সম্পৃক্ত থেকে সেই অভ্যাস পুনরায় ধরে রাখতে চান এবং এই প্লাটফর্মটি নতুন লেখক সৃজনে ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

এআইআরডি-এর পক্ষ থেকে এই অনুষ্ঠানের সভাপতি জনাব ড. আলী আজহার তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলকে তাদের মূল্যবান মতামত প্রদানের মাধ্যমে এআইআরডির নতুন উদ্যোগের এই শুভলগ্নে উপস্থিত থেকে অনুপ্রাণিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

AIRD Ltd. কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জনাব তাসলীমা আক্তার, জনাব আব্দুল্লাহ আল মামুন, জনাব মোজাহিদুল ইসলাম নয়ন, জনাব কাজী নেওয়াজ মোস্তফা, জনাব সাইফ মাহদী, জনাব শায়েরী নওয়ার, জনাব সাবরিনা ইসলাম, জনাব আজিজুল হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন AIRD Ltd. এর পরিচালক জনাব মোঃ মুস্তাফিজুর রহমান, জনাব মোঃ আনিসুজজামান চৌধুরী, আব্দুল করিম হাওলাদারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এসোসিয়েটস ফর ইনোভেটিভ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (এআইআরডি) লিঃ জাতীয় পর্যায়ের একটি পরামর্শক ও গবেষণা প্রতিষ্ঠান। এর সৃজনশীল তত্ত্ব ও তথ্যের সমন্বিত উদ্যোগ nDicia । নবচিন্তা ও উন্নয়নের উদ্ভাবনী ধারণা সম্প্রসারণ করাই এর উদ্দেশ্য। nDicia এর মূল লক্ষ্য হলো, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন স্তরে প্রগতিশীল মিথস্ক্রিয়া গড়ে তোলা। যার ফলে যুগোপযোগী ও উদ্ভাবনী উন্নয়ন, গবেষণালব্ধ ফলাফল মানবজাতির কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখবে। এই প্লাটফর্মটির পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ক্ষেত্র সৃজনে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। nDicia প্রকাশের মাধ্যমে AIRD Ltd. সমাজ উন্নয়নের লক্ষ্য পূরণে আরও একধাপ এগিয়ে যাবে বলে এই প্রতিষ্ঠানের সকল সদস্যরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

ফেসবুকে মন্তব‌্য করুন