আবর্জনাকে সম্ভাবনায় রূপান্তর করেছেন এনজিও প্রতিষ্ঠান শালবৃক্ষ। “বনকাগজ” নামে এক ধরনের পুনরুৎপাদিত কাগজ আবিষ্কার করেছেন তারা। বনকাগজ ব্যবহারের পর মাটিতে বা ভেজা স্থানে ফেলে দিলে তার থেকে ফুল বা ফলের গাছ উৎপন্ন হয়। ২০১৮ সালে মাহবুব সুমন সিদ্ধান্ত নেন পরিবেশের জন্য...