এসোসিয়েটস ফর ইনোভেটিভ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (এআইআরডি) লিঃ জাতীয় পর্যায়ের একটি পরামর্শক ও গবেষণা প্রতিষ্ঠান। এআইআরডি এর সৃজনশীল তত্ত্ব ও তথ্যের সমন্বিত উদ্যোগ -এনডিসিয়া। নবচিন্তা ও উন্নয়নের উদ্ভাবনী ধারণা সম্প্রসারণ করাই এনডিসিয়ার উদ্দেশ্য।
এনডিসিয়ার মূল লক্ষ্য হলো, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন স্তরে প্রগতিশীল মিথস্ক্রিয়া গড়ে তোলা। যার ফলে যুগপোযোগী ও উদ্ভাবনী উন্নয়ন, গবেষণালব্ধ ফলাফল মানবজাতির কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখবে। এনডিসিয়া এই পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ক্ষেত্র সৃজনে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমরা আশা রাখছি।
এনডিসিয়া প্রকাশের মাধ্যমে এআইআরডি সমাজ উন্নয়নের লক্ষ্য পূরণে আরও একধাপ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের এই প্রয়াস সবার জন্য, আর আমরা মানুষ ও প্রকৃতির জন্য।
সম্পাদনা পর্ষদ:
১ | ড. আলী আজহার |
২ | মাসুদ সিদ্দিক |
৩ | মোস্তাফিজুর রহমান |
৪ | মোঃ আনিসুজ্জামান চৌধুরী |
৫ | মৃন্ময় মহাজন |
৬ | আবদুল হাই চৌধুরী |
যোগাযোগ:
হোল্ডিং: ৯/২ (খান নিকেতন); ফ্লাট: ৩/বি (৩য় তলা); শ্যামলী গার্ডেন স্ট্রিট, রিং রোড, ঢাকা-১২০৭।